ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কুমড়া চাষিরা

Sohel H
মার্চ ১৯, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়া ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা। কীটনাশক ব্যবহারের পরও সুফল মিলছে না বলে জানিয়েছেন তারা।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তবে বর্তমানে সাদা মাছি পোকা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফলে ছোট ছিদ্র সৃষ্টি হয়ে পচন ধরছে।
 
গুয়াখোলা গ্রামের চাষি সুব্রত রায় বলেন, “মাচায় থাকা গাছের ফল ভালো হয়েছে, কিন্তু মাটিতে থাকা বড় কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশকেও কাজ হচ্ছে না।”
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “ক্ষেত্রে পোকার আক্রমণ হলে কৃষি অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে। মাটিতে থাকা ফলের নিচে বিচালি দেওয়া, সেক্সফেরোমেন ফাঁদ স্থাপন বা বায়োক্লিন স্প্রে করা যেতে পারে।”
 
ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।