রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট ওবায়দুল ইসলাম হত্যার ঘটনায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষ রিমান্ড বাতিলের পিটিশন জমা দিলেও শুনানি করেননি। আদালত তাদের প্রত্যেককে চার দিন করে রিমান্ডের আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ওইদিন যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালিয়ে হাজার হাজার মানুষের ওপর হামলা চালায়, যার ফলে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের স্বজন মো. আলী এ ঘটনায় মামলা দায়ের করেন, যার তদন্ত চলমান।এছাড়া, একই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর ও বসিলায় দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় আনিসুল হক ও সাদেক খানকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।