ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছেন। তার নতুন সিনেমা ‘বরবাদ’ আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এর মাঝেই আজ (১৭ মার্চ) নিজের ইনস্টাগ্রামে নতুন লুকের একটি ছবি শেয়ার করেছেন শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।” এই মন্তব্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।ভক্তরা তার লুকের পাশাপাশি ক্যাপশন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “ঢালিউডের শাসক তো শাকিবই!” অন্যদিকে, শাকিব খান বলেছেন, “বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে এখন আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিকরাও আলোচনা করেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।”‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘রাজকুমার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার পর, এবার ‘বরবাদ’ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।