দেশব্যাপী আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ ২০২৫ পর্যন্ত পালিত হতে যাচ্ছে আর্থিক সাক্ষরতা সপ্তাহ। এই উদ্যোগের মূল লক্ষ্য জনগণের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা।প্রতি বছর আর্থিক প্রতিষ্ঠানগুলো এ সপ্তাহ উপলক্ষে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। এবারও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে।
বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত এই সপ্তাহে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ডিজিটাল লেনদেন, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত বাজেট পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়গুলোতে।আর্থিক সাক্ষরতার মাধ্যমে সাধারণ মানুষকে আরও দক্ষ ও সচেতন করে তোলার লক্ষ্যে বিশেষজ্ঞরা মনে করেন, এমন কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।