ঢাকা ৮ জুলাই, ২০২৫ আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা লা গ্যালারিতে শুরু হলো ২৮ জন প্রতিভাবান ও স্বতন্ত্র বাংলাদেশি শিল্পীর কাজ নিয়ে AESTHETE নামের একটি গ্রুপ প্রদর্শনীর। এই প্রদর্শনীটি ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত,লা গ্যালারি, আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন শিল্পরসিক রাকিব মোহাম্মদ ফখরুল এবং খ্যাতিমান শিল্পী রণজিৎ দাস।AESTHETE প্রদর্শনীটি বর্তমান সময়ের শিল্পচর্চার একটি তাৎপর্যপূর্ণ অনুবাদ। এখানে প্রায় ৩৩টি চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে, যা নানা মাধ্যম, দৃষ্টিভঙ্গি ও নান্দনিক শৈলীর বৈচিত্র্য তুলে ধরে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন-
আবদুল্লাহ আল বশির, আব্দুস সাত্তার তৌফিক, আল-আখির সরকার, আনজুম সুলায়মান, অনুকূল চন্দ্র মজুমদার, আশফাক বাপ্পী, বিপ্লব চক্রবর্তী, বিশ্বজিৎ গোস্বামী, কে. জামান শিমুল, কামাল উদ্দিন, কামরুজ্জোহা, কাজী শহীদ, লুৎফা মাহমুদা, মো. জিয়াউর রহমান, মনজুর রশিদ, মুনতাসির মঈন, নাঈম জামান, নাজিয়া আহমেদ, প্রদ্যুৎ কুমার দাস, রত্নেশ্বর সূত্রধর, রেজাউর রহমান, রুহুল আমিন তারেক, এস. এম. সাহা আনিসুজ্জামান ফারুক, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈয়দ গোলাম দস্তগীর, ত্রিবেদী গোপাল চন্দ্র গুপ্ত।
প্রদর্শিত শিল্পকর্মগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি, সামাজিক-রাজনৈতিক বাস্তবতা এবং সমকালীন জীবনের গল্প বলে। বিমূর্ত, আধা-বিমূর্ত ও প্রতীকধর্মী শিল্পের মিশেলে তৈরি এই প্রদর্শনীটি একটি প্রাসঙ্গিক ও কাব্যিক উপস্থাপন যা ব্যক্তি ও সমাজের অভিজ্ঞতাকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে-কখনও কাব্যিক, কখনও বিশ্লেষণধর্মী ভঙ্গিতে।AESTHETE শুধুমাত্র একটি প্রদর্শনী নয়-এটি শিল্পী ও দর্শকের মধ্যে এক চিন্তাশীল সংলাপের ক্ষেত্রও তৈরি করে। এখানে দর্শক শুধু দেখেন না, বরং অংশগ্রহণ করেন, ভাবেন, এবং নিজের মতো করে অর্থ খুঁজে ফেরেন।