বাংলাদেশে নারীর উচ্চশিক্ষায় অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রী ভর্তির হার ৫০.৪১ শতাংশে পৌঁছেছে, যা এক দশক আগে ছিল মাত্র ৩৮ শতাংশ। তবে কারিগরি ও প্রকৌশল শিক্ষায় নারীদের অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে কম।বিশেষজ্ঞদের মতে, উচ্চশিক্ষায় নারীদের আরও এগিয়ে যেতে হলে নিরাপত্তা, আবাসন ও পরিবহনব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি সমাজে নারীদের তথ্যপ্রযুক্তি ও গবেষণায় সম্পৃক্ত হওয়ার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি এবং মিড ডে মিল চালুর ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নারীর অংশগ্রহণ বেড়েছে। তবে উচ্চশিক্ষায় তাদের অংশগ্রহণ আরও বাড়াতে নারীবান্ধব নীতিমালা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
লেখক: সমাজ গবেষক ও শিক্ষক, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।