পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০% নগদ ও ১৭.৫০% বোনাস লভ্যাংশ থাকবে।মঙ্গলবার (১৮ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।ব্যাংকের সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৮৪ পয়সা।৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ছিল ৩২ টাকা ৭ পয়সা।আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমে উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।