ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত

Md Abu Bakar Siddique
জুন ২৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবি এলুমনি অস্ট্রেলিয়া (এএএ) গত ২১ জুন (শনিবার) সিডনি এয়ারপোর্টস্থ পুলম্যান হোটেলে বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তিতে এক স্মরণীয় অ্যালামনাই রিইউনিয়নের আয়োজন করে। এতে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এবং পার্থ থেকে এআইইউবি’র প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, পরিবারবর্গ এবং অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ড সদস্য ড. কারমেন জে লামাগনা। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উঠে আসে এআইইউবি’র গত তিন দশকের অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে এর ভূমিকা ও সাফল্য। অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের বক্তব্যে উল্লেখ করেন, কীভাবে এআইইউবি তাদের পেশাগত জীবন ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই গালা অনুষ্ঠানে ছিল উদ্বোধনী বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, ডিনার এবং অংশগ্রহণকারী সকল অ্যালামনাইদের সম্মানে পুরস্কার প্রদান পর্ব। অ্যালামনাই’র সদস্যরা এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করে জানিয়েছেন, পুরনো বন্ধুদের সঙ্গে পুনরায় দেখা হওয়া, স্মৃতিচারণ ও নতুন নেটওয়ার্ক গঠনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, সিডনিতে এআইইউবির ৩০ বছর পূর্তি উপলক্ষে এতো গর্বিত ও প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের একত্রে দেখা সত্যিই হৃদয়স্পর্শী। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রভাব ও অ্যালামনাইদের ঐক্য ও শক্তির এক উজ্জ্বল উদাহরণ। তারা মনে করেন, অস্ট্রেলিয়ায় এআইইউবি গ্র্যাজুয়েটদের একটি শক্তিশালী ও সক্রিয় কমিউনিটি গড়ে উঠেছে, যারা বিভিন্ন পেশায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ভবিষ্যতে সংগঠনটি আরও অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের সংযুক্ত করা, মেন্টরশিপ এবং শিল্পখাতে সহযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।