ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার জন্য সিসিইউতে পাঠান চিকিৎসক।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার হাজতি নং-৩৬০৪০/২৪।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।