ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় নারী নির্যাতন অনলাইন থেকে ভিডিও-ছবি সরাতে হাইকোর্টের নির্দেশ

Md Abu Bakar Siddique
জুন ৩০, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণরে শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর সব ধরনের ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এসব সরাতে নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন আদালত।গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী এই রিট আবেদন করেন। আবেদনের ওপর তিনি নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শফিকুর রহমান ও তানিম খান।

আদালত থেকে বের হওয়ার পর রিটকারী আইনজীবী বলেন, রুলে আদালত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগী নারীর ভিডিও-ছবি কেন সরানোর নির্দেশ দেওয়া হবে না এবং তার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও সামাজিক মাধ্যম থেকে ভুক্তভোগীর ভিডিও-ছবি সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া এ মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই আদালতকে জানাতে বলা হয়েছে।গত ২৬ জুন বসতঘরের দরজা ভেঙে ঢুকে ওই নারীকে (২৫) ধর্ষণ করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।