ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারের প্রতিষেধক তৈরি হবে বিচ্ছুর বিষ থেকে

Md Abu Bakar Siddique
জুন ২৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

আমাজন বনে থাকা বিচ্ছুর বিষে বিশেষ ধরনের পেপটাইড অণুর সন্ধান পেয়েছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিচ্ছুর বিষে থাকা পেপটাইড অণু কার্যকরভাবে স্তন ক্যানসারের জন্য দায়ী কোষকে ধ্বংস করতে পারে। বিজ্ঞানীদের তথ্যমতে, এই অণু কেমোথেরাপির ওষুধ প্যাক্লিট্যাক্সেলের মতো কোষের মৃত্যু ঘটায়। একই সঙ্গে সুস্থ টিস্যুর ক্ষতি কম করে।

বিজ্ঞানীদের তথ্যমতে, বিচ্ছুর বিষ স্বাভাবিক কোষের ক্ষতি কম করলেও সরাসরি ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করতে পারে। গবেষণায় বিচ্ছুর বিষ থেকে বিএএমএজেডএসসিপিএলপি১ নামের একটি অণু ব্রোথিয়াস অ্যামাজোনিকাস বিচ্ছু থেকে সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, বিচ্ছুর বিষে থাকা পেপটাইড অণু স্তন ক্যানসারের কোষকে মেরে ফেলতে পারে। প্যাক্লিট্যাক্সেল নামের বহুল ব্যবহৃত কেমোথেরাপির ওষুধের গুণাগুণ আছে এই অণুতে।

পেপাটাইড অণু মূলত নেক্রোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষের মৃত্যু ঘটায়। এই প্রক্রিয়ায় কোষকে অনিয়ন্ত্রিতভাবে ভেঙে ফেলা হয়। তবে নেক্রোসিস প্রক্রিয়ায় প্রায়ই সুস্থ কোষের ক্ষতি হয়। পেপাটাইড অণুর প্রতিক্রিয়া প্যাক্লিট্যাক্সেল ওষুধের প্রতিক্রিয়ার সঙ্গে তুলনীয়। পেপটাইড মূলত নেক্রোসিসের মাধ্যমে কোষের মৃত্যু ঘটায়। আর তাই বিজ্ঞানীরা বিচ্ছু থেকে সরাসরি বিষ সংগ্রহের পরিবর্তে হেটেরোলগাস এক্সপ্রেশন নামক একটি জৈব প্রকৌশল পদ্ধতি অনুসরণ করেছেন। প্রোটিনের জন্য কোডিং করা জিনটি একটি হোস্ট জীবের মধ্যে প্রবেশ করার পর ইস্ট বা ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করে।

নতুন এ গবেষণার বিষয়ে বিজ্ঞানী এলিয়ান ক্যান্ডিয়ানি আরান্তেস বলেন, ‘বায়োপ্রোস্পেক্টিংয়ের মাধ্যমে আমাজনের বিচ্ছুর বিষে থাকা অণু স্তন ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে। অণুটি সেরিন প্রোটেসের পরিবারের অন্তর্গত। এই এনজাইম প্রোটিন ভেঙে ফেলা ও সম্ভাব্যভাবে ক্যানসার কোষের জীবনচক্র ব্যাহত করার ক্ষমতা রাখে। আমরা হেটেরোলগাস এক্সপ্রেশনের মাধ্যমে এই অণু সংগ্রহ করতে চাই। পেপটাইড উৎপাদনের জন্য পিচিয়া পাস্টোরিস নামের একটি ইস্টকে ব্যবহার করা হতে পারে ভবিষ্যতে।’

২০২৪ সালের নেচার মেডিসিনের একটি গবেষণায় বলা হচ্ছে, বিশ্বব্যাপী আনুমানিক ২০ জন নারীর মধ্যে ১ জন তাঁদের জীবদ্দশায় স্তন ক্যানসারে আক্রান্ত হন। ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা প্রায় ৩২ লাখ হতে পারে। তখন বছরে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হবে এই ক্যানসারে। আর তাই বিচ্ছুর বিষ স্তন ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।