ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানে দেশের ১১ জেলায় গাছ লাগাল এফসিসি

Md Abu Bakar Siddique
জুন ২৬, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব (এফসিসি) জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচিতে ক্লাবের ৩৯০০ সদস্যের সহযোগিতায় রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, বগুড়া, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা ও সাভারে মোট ২৮২৫টি চারা গাছ রোপণ করেছে। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পিডিলাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মৈনাক দত্ত বলেন, “আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, বন্যা, তাপপ্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রতি বছরই বাড়ছে। এই পরিবেশগত সংকট মোকাবিলায় গত ছয় বছরে এফসিসি বাংলাদেশে ১০,০০০-এর বেশি গাছ লাগিয়েছে। আমি এফসিসির সকল সদস্যকে প্রতি বছর ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।”

ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব (এফসিসি) হলো আসবাব শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাদের একটি স্বতন্ত্র সংগঠন, যা দেশের সুপরিচিত আঠাজাতীয় পণ্য ব্র্যান্ড ‘ফেভিকল’-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এফসিসির ৪৫টি ক্লাব রয়েছে। ২০১৯ সালের আগস্টে বাংলাদেশে যাত্রা শুরু করে সংগঠনটি। মূলত আসবাব নির্মাণে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সামাজিক ও ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যেই এফসিসির পথচলা শুরু হয়। সংগঠনটি বছরের প্রতি প্রান্তিকে নানা ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শ্রম দান কর্মসূচিসহ আরও নানা উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।