ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

Sohel H
মার্চ ১৭, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাত শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। এর বাইরে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আরও ১২ শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম।

তিনি জানান, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের কারণ দর্শাতে বলা হয়। অভিযোগের বিপরীতে পাওয়া তথ্যপ্রমাণ ও শিক্ষার্থীদের জবাবের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এসব শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে চারজনকে দুই বছর এবং তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এসব শিক্ষার্থীকে আবাসিক হল থেকেও স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিজয় হোসেন, মো. ইমাম হোসেন, আজহারুল ইসলাম ও মোহাম্মদ তৌফিকুর রহমান। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- সৌমিক জয়, আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।

এছাড়া আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কৃত ১২ জন হলেন- তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, ইরফানুল করিম ও আবদুর রহমান। এর বাইরে চিন্ময় কুমার দেবনাথ ও মো. রাকিব উদ্দিন চৌধুরী নামের দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।