ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস

Sohel H
জুলাই ৮, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী নার্গিস ফাখরি তার ফিটনেস ধরে রাখতে উপবাস করেন। তবে তার উপবাসের ধরনে ভিন্নতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। নার্গিস জানিয়েছেন, বছরে দুইবার ৯ দিন করে উপবাস করেন আর ওই সময় কেবল মাত্র পানি পান করেন তিনি।হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় বসে এ কথা জানিয়েছেন নার্গিস। তিনি বলেন, বছরে দুইবার উপবাসের সময়ে কোনও খাবার খাই না। কেবল পানি খাই ওই সময়ে। কাজটা সহজ নয়। কিন্তু এই কঠিন কাজের ফলাফলও মেলে। মানসিক ও শারীরিক দুই দিকেই পরিবর্তন আসে। পুরো লুক বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে।

তবে কাউকে এই উপবাস করার পরামর্শ দিতে রাজি নন নার্গিস। শরীরচর্চা বা সুস্থ থাকার জন্য ‘শর্টকাট রাস্তায়’ হাঁটার পক্ষপাতি নন নার্গিস। এই অভিনেত্রী বলেছেন, পর্যাপ্ত পানি, স্বাস্থ্যকর খাবার এবং আট ঘণ্টা ঘুমের বিষয়ে নজর দেন তিনি।দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘হাউসফুল -৫’ ছবি দিয়ে আলোচনায় এসেছেন নার্গিস ফাখরি। তিনি বলেছেন ওই সিনেমা করার পর আরও কিছু কাজের প্রস্তাব তার হাতে এসেছিল কিন্তু করা হয়ে ওঠেনি। এখন নার্গিস চেষ্টা করবেন সিনেমায় নিয়মিত হওয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।