রাজধানীর সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। নামকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেলেও, আনুষ্ঠানিক যাত্রা শুরুর জন্য আরও ৫-৬ বছর সময় লাগতে পারে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে দীর্ঘ বৈঠকে ৪০টি প্রস্তাবিত নামের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে সম্মতি দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি সাত কলেজের ঐতিহ্য ধরে রেখে কার্যক্রম পরিচালনা করবে এবং একে কেন্দ্র করে শিক্ষাব্যবস্থার কাঠামো তৈরি হবে।বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে কলেজের সময়সূচি ভাগাভাগি করা হবে। এইচএসসি ও স্নাতক শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস শিডিউল নির্ধারণ হবে, তবে কলেজগুলোর শিক্ষকদের উপস্থিতি থাকবে, তাদের কাজ চলবে।বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে, তবে ইউজিসি চেয়ারম্যান জানান, সরকারের অনুমোদন পেলেই শিগগিরই কার্যক্রম শুরু করার চেষ্টা করা হবে।