তিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূলে ১৬ মার্চ অনুষ্ঠিত নৌকাডুবিতে ১৮ অভিবাসী প্রাণ হারিয়েছেন, এবং ৬১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, যারা মূলত সাব সাহারা আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।এদিকে, উদ্ধার অভিযানে একাধিক নৌকা ব্যবহার করা হয় এবং কিছু উদ্ধার করা ছবিতে দেখা গেছে, নারী ও শিশুসহ ক্লান্ত এবং ক্ষতবিক্ষত অভিবাসীরা উদ্ধারকারীদের সাহায্য পাচ্ছিলেন।ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের আশায় প্রায়শই তিউনিশিয়া হয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করেন অভিবাসীরা, যার মধ্যে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হন। গত বছরও দুই হাজার ২০০ জন অভিবাসী ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
এটি তিউনিশিয়া এবং লিবিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিবাসী রুট হিসেবে পরিচিত, যেখানে বিপুল সংখ্যক মানুষ জীবন ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।