নওগাঁর রানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় একজন সহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিনগত রাতে রানীনগর উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন থানা পুলিশ।
পুলিশ জানায়, ঐদিন রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে ওয়ারেন্টমূলে উপজেলার মধ্য রাজাপুর গ্রামের জুয়েল শেখ (২২), আসলাম মন্ডল (৩২) ও জলিল শেখ (৩৬) এবং সরিয়া গ্রামের সুলতান মন্ডল (৪৩), এনামুল মন্ডল (৪৫), সফুর মন্ডল (৪২), মামুন মন্ডল (২৫), নূরনবী মন্ডল (৩৭) ও নুহ মন্ডল (৩৬) কে গ্রেফতার করেন পুলিশ। এছাড়া উপজেলার কাশিমপুর শাহানাপাড়া থেকে ৭০ গ্রাম গাঁজাসহ আকরাম সাহানা ওরফে বোলেন (৫০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাতেই থানায় মাদক মামলা রুজু করা হয়।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত ১০ জনকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।