ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার

শহিদুল ইসলাম জি এম মিঠন
মার্চ ৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর রানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় একজন সহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার দিনগত রাতে রানীনগর উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন থানা পুলিশ।

পুলিশ জানায়, ঐদিন রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে ওয়ারেন্টমূলে উপজেলার মধ্য রাজাপুর গ্রামের জুয়েল শেখ (২২), আসলাম মন্ডল (৩২) ও জলিল শেখ (৩৬) এবং সরিয়া গ্রামের সুলতান মন্ডল (৪৩), এনামুল মন্ডল (৪৫), সফুর মন্ডল (৪২), মামুন মন্ডল (২৫), নূরনবী মন্ডল (৩৭) ও নুহ মন্ডল (৩৬) কে গ্রেফতার করেন পুলিশ। এছাড়া উপজেলার কাশিমপুর শাহানাপাড়া থেকে ৭০ গ্রাম গাঁজাসহ আকরাম সাহানা ওরফে বোলেন (৫০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাতেই থানায় মাদক মামলা রুজু করা হয়।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত ১০ জনকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।