ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নিশাঙ্কার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

Md Abu Bakar Siddique
জুন ২৬, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কলম্বোতে গলের স্মৃতি ফিরিয়ে আনলেন পাথুম নিশাঙ্কা। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে আবারও নিজের ট্রেডমার্ক উদযাপনে মাতালেন শ্রীলঙ্কান ওপেনার। এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট দুই হাত ছড়িয়ে উদযাপনের সেই দৃশ্য যেন গেঁথে যাচ্ছে দর্শকদের মনে।

গলে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলার পর এবার কলম্বো টেস্টেও নিশাঙ্কার ব্যাটে ঝলক। বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করতে নামেন লাহিরু উদারার সঙ্গে। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। উদারা ব্যক্তিগত ৪০ রানে আউট হলেও, এরপর দিনেশ চান্ডিমালের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন আরেকটি বড় জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশাঙ্কা ও চান্দিমালের জুটিতে এসেছে ১২৭ রান। দুর্দান্ত ছন্দে থাকা নিশাঙ্কা তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১৩টি চারে ১৩০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, অভিজ্ঞ চান্ডিমাল ৭৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের বোলারদের জন্য দিনটা ছিল হতাশাজনক। যে উইকেটে বাংলাদেশ ব্যাটাররা দাঁড়াতে পারেননি, সেখানেই নিশাঙ্কা-চান্ডিমাল জুটি অসাধারণ ব্যাটিং করে চলেছে। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজরা বারবার ব্যর্থ হয়েছেন সাফল্য পেতে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৪৮ রান। বাংলাদেশের চেয়ে ১ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।