ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’

Md Abu Bakar Siddique
জুলাই ৯, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টেস্ট সিরিজে হারের পর ওয়ানডেতেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার মানতে হয়েছে টাইগারদের।

পুরো সিরিজে একবারও ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। পাশাপাশি ব্যাটিংয়ে বড় কোনো জুটি গড়তেও ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। এটাকেই সিরিজ হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৮৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজও হাতছাড়া করে টাইগাররা।

সিরিজ হারের পর মিরাজ বলেন, ‘এটা (৫০ ওভার ব্যাট করতে না পারা) অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। আমি চেষ্টা করব কোথায় উন্নতি করা দরকার, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব কোচের সঙ্গে কথা বলে।’

বাংলাদেশের অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যারা সেট হচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। খেলাটা মোমেন্টামের ব্যাপার। যে মোমেন্টাম নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। আমি, (তাওহীদ) হৃদয় কিন্তু প্রায় মোমেন্টাম ধরে ফেলেছিলাম। আমার আউটের পর তারা মোমেন্টাম পেয়েছে। দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্ক খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হওয়ার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করা দরকার।’

এদিকে ২৮৬ রানের লক্ষ্যটা বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘না উইকেটটা একটু ভালো ছিল। সত্যি বলতে ওদের দুই ব্যাটার খুবই ভালো ব্যাট করেছে। আমরা তাদের সেরকম চাপে রাখতে পারিনি। বিশেষ করে কুশল মেন্ডিস যেভাবে ব্যাট করেছে। আমার মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে হয়তো একটু চাপে পড়ে গিয়েছি।’

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার লড়াই টি-টোয়েন্টি সিরিজে। আগামী ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।