বন্দর উপজেলা প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ফতুল্লায় আটক ৪ জনকে ছিনিয়ে নিলো মাদক কারবারীরা। বিপুল মাদক উদ্ধার। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়ে আটক ৪ জনকে ছিনিয়ে নিয়েছে তাদের সহকর্মীরা। পরে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ১৮ মার্চ সকালে মাসদাইরে রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঐ সময় দেশীয় অস্ত্রধারী একদল অপরাধী গ্রেপ্তার হওয়া ৪ জন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয় ।অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০০ পিছ ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, হেরোইন, চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।