ঢাকাশুক্রবার , ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

Md Abu Bakar Siddique
জুলাই ১০, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সারাদেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা তিনটি শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো—কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বোর্ড থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তারা জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, “সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
তবে, পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা নতুন তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর নিশ্চিত করেছেন যে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণে ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।” তবে, অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

শিক্ষার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।