মঙ্গলবার, ১৮ মার্চ, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর ফেডারেল আদালত ২৫ হাজার বরখাস্ত সরকারি কর্মীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। এই কর্মীদের মধ্যে অধিকাংশই ট্রেজারি, কৃষি, এবং স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয়ের। আদালত জানায়, বরখাস্তের ক্ষেত্রে সংবিধান ও আইন সঠিকভাবে অনুসরণ করা হয়নি। আদালত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে কর্মীদের পুনর্বহালের প্রতিবেদন নিয়মিত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।