বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিদের নিয়ে ‘কম্পিলিয়ান্স অব সিকিউরিটিস মার্কেটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৫ জুন) বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম।সেমিনারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর কমপ্লায়েন্সের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, কমপ্লায়েন্সের নিয়মাবলি, কমপ্লায়েন্স নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) নীতি অনুসারেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ কর্তৃক যথাসময়ে ও সঠিকভাবে ডিসক্লোজার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তালিকাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের যথাসময়ে ও সঠিকভাবে ডিসক্লোজার প্রদান করলে সেটি বিনিয়োগকারীদের ভালো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক ভূমিকা রাখে। সেমিনারে কোম্পানিসমূহকে নিয়মমাফিক ডিসক্লোজার প্রদানের বিষয়েও বলা হয়েছে। সর্বোপরি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের কমপ্লায়েন্স জোরদার করে কোম্পানিসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি সুশাসন নিশ্চিতের বিষয়ে উক্ত সেমিনারে আলোচনা হয়েছে। অংশগ্রহণকারী বিমা কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিরাও সেমিনারে কমপ্লায়েন্সসংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন এবং অভিজ্ঞতার কথা জানান।