ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাইকগাছায় ন্যাশনাল হ্যাচারীতে অগ্নিকান্ড


মার্চ ৫, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে খুলনার পাইকগাছায় ন্যাশনাল বাগদা পোনা হ্যাচারীর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুরে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে বলে হ্যাচারী

মালিক মো: শামিম হোসেন নিশ্চিত করেছেন। এসময় দুটি তেলের ব্রয়লার, দুটি ঘর, আসবাবপত্রসহ হ্যাচারীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে যায়।

হ্যাচারী মালিক শামিম জানান, বুধবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট

থেকে আগুনের সূত্রপাত হয়ে বাগদার পোনার অক্রিজেন সরবরাহের কাজে ব্যবহৃত দুটি তেলের ব্রয়লারে আগুন লাগে। এসময় ট্যাংকিতে থাকা প্রায় সাড়ে তিন কোটি বাগদার পোনা অক্রিজেন ফেল করে বলেও দাবি করেন তিনি। তবে ঠিক কি পরিমাণ পোনার ক্ষতি হয়েছে এ রিপোর্ট প্রকাশের আগে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে হ্যাচারীর দুটি ঘর , আসবাবপত্র সহ পোনা প্রস্তুতের কাজে

ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ায় সার্ভিসে খবর দেওয়া হলেও টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।