ঢাকাবুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ভুলেও ফ্রিজে রাখবেন না যেসব ফল

Md Abu Bakar Siddique
জুন ২৬, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

আমাদের মধ্যে অনেকেরই ফল খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু তরতাজা ফল কজনই খেতে পারেন! ফল সাধারণত হিমঘরেই রাখা হয়। সেখান থেকে বাজারে আসে। আর তারপর আমাদের বাড়ির ডাইনিং টেবিলে।

অনেকেই একসঙ্গে বেশি করে ফল কিনে রাখেন। বেশিদিন ধরে রেখে খাওয়া যায় না বিধায় অনেকে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্তু সব ফল ফ্রিজে রাখাও ঠিক নয়। যদিও তরতাজা রাখতে এসব ফল ফ্রিজে রাখা হয়। কিন্তু কিছু ফলের ক্ষেত্রে তা স্বাস্থ্যকরের পরিবর্তে ‘বিষে’ পরিণত হতে পারে। কী সেসব ফল এক নজরে দেখে নেওয়া যাক-

আপেল : এই ফল একেবারেই ফ্রিজে রাখা উচিত নয়। এর ফলে তা দ্রুত নরম হতে থাকে। ফ্রিজের ঠাণ্ডার কারণে তার প্রাকৃতিক স্বাদও নষ্ট হয়। আপেল যদি পুরোপুরি পাকা না হয়, তা ঘরের তাপমাত্রাতেই রাখা ভালো। ফ্রিজে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

আম : এখন আমের মৌসুম। তাই প্রায় সবার ঘরেই ফলের রাজার দেখা পাওয়া যায়। অনেকে বেশি করে আম এনে ফ্রিজে রাখেন, যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। তবে আম ফ্রিজে রাখলে এমনিতেই এর স্বাদ নষ্ট হয়ে যায়। হালকা পাকা আম ফ্রিজে রাখলে সেটা পুরোপুরি পাকা থেকে আটকায়। আমও ঘরের তাপমাত্রাতেই রাখা ভালো।

আনারস : আরো একটি ফল একেবারেই ফ্রিজে রাখা উচিত নয়, আর তা হলো আনারস। এর প্রাকৃতিক স্বাদ ও রসালো বিষয়টা নষ্ট হয়ে যেতে পারে। তবে এই ফল একমাত্র কাটা অবস্থাতেই ফ্রিজে রাখা যেতে পারে।

কমলালেবু : এই ফল কিছু সময়ের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। তবে বেশি সময় রাখলে এর প্রাকৃতিক গুণ, স্বাদ- সবই নষ্ট হয়ে যেতে পারে। বরং কমলালেবুকে যদি ফ্রিজ ছাড়া অন্য কোনো ঠাণ্ডা জায়গায় রাখা যায়, তাহলে ভালো।

পেঁপে : এই ফল কাঁচা অবস্থায় যেমন সবজি হিসেবে ব্যবহার করা যায়, তেমনই পাকা পেঁপে খুবই উপকারী একটা ফল। কাঁচা কিংবা আধপাকা পেঁপে ফ্রিজে রাখলে তা কখনো পাকবে না। পাকা পেঁপে ফ্রিজে রাখলে তার স্বাদ নষ্ট হতে পারে। তবে কেটে রাখলে আলাদা বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।