মঙ্গলের ভূপৃষ্ঠের ১১.৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার গভীরে তরল পানির ভাণ্ডার রয়েছে বলে দাবি করেছেন নাসা। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি হতে পারে এক যুগান্তকারী ঘটনা, যেহেতু এটি মঙ্গলে বসবাসের সম্ভাবনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে।
নাসা ২০২২ সালে মঙ্গলের ভূ-প্রকৃতি অনুসন্ধানের জন্য ইনসাইট নামক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবট যন্ত্রযান পাঠিয়েছিল। সম্প্রতি ইনসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাসা জানিয়েছে, মঙ্গলের ভূপৃষ্ঠের গভীরে এই তরল পানির উপস্থিতি পাওয়া গেছে।
মঙ্গলের ভূমিকম্পের সিসমিক পরীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পারে নাসা। এর আগে, ২০১৮ সালে মঙ্গলের পানি অনুসন্ধানের জন্য ‘সিস’ নামক যন্ত্রযান পাঠানো হলেও সেসময় সফলতা পাওয়া যায়নি। এখন এই নতুন আবিষ্কারে মঙ্গলগ্রহে পানি থাকার সম্ভাবনা আরও শক্তিশালী হয়ে উঠেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।