ময়মনসিংহ নগরীতে র্যাবের অভিযানে দুটি পুরুষ, দুটি নারী এবং দুটি শিশুসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর ছয় সদস্য আটক করা হয়েছে। রোববার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর নতুন বাজার মোড়ে গার্ডেন সিটি ভবনের ১০ তলার একটি বøকে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, তাদের অভিযানের সময় ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আটককৃতদের গ্রেপ্তার করা হয়। তবে এই অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
র্যাবের মিডিয়া সেল থেকে জানানো হয়, আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। এদিকে, র্যাবের বিপুল সংখ্যক সদস্য রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে।