ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন শুল্ক আলোচনার বাস্তবসম্মত সমাধানের আহ্বান জার্মানির

Md Abu Bakar Siddique
জুলাই ১৪, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আলোচনায় বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে।

এদিকে, শনিবার সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১ আগস্ট থেকে মেক্সিকো এবং ইইউ’র উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি বৃহত্তম বাণিজ্য অংশীদারের সাথে ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ আলোচনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

বার্লিন থেকে এএফপি জানায়, শনিবার জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে এক বিবৃতিতে বলেছেন, ইইউ এখন যে সময়টা বাকি আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাস্তবসম্মত সমাধানের জন্য আলোচনা করতে হবে এবং এই আলোচনার দ্রুত একটি বাস্তবসম্মত ফলাফল অর্জন করতে হবে।

এর আগে জার্মানির প্রধান শিল্পসংস্থা ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজ (বিডিআই) দ্রুত সমাধানের আহ্বান জানায়।

বিডিআই এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা দুই পাশের শিল্পখাতের জন্যই এক সতর্ক সংকেত।

বিডিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ওলফগ্যাং নিডারমার্ক বলেন, ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠভাবে সংযুক্ত দু’টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বাণিজ্য সংঘাত অর্থনৈতিক পুনরুদ্ধার, উদ্ভাবনী শক্তি এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতার ওপর আস্থা সবকিছুকেই ক্ষতিগ্রস্ত করবে।

বিডিআই জার্মান সরকার, ইউরোপীয় কমিশন ও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা খুব দ্রুত সমাধান খুঁজে বের করেন এবং উত্তেজনা বৃদ্ধির পথ পরিহার করেন।

যুক্তরাষ্ট্র হচ্ছে জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে দেখা গেছে-সম্ভাব্য শুল্ক আরোপের সাথে সাথে মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ৭.৭ শতাংশ কমে ১২.১ বিলিয়ন ইউরো (১৪.২ বিলিয়ন ডলার) হয়েছে। এই পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান রপ্তানি ২০২২ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সূত্র : রয়টার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।