ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনালদো

Md Abu Bakar Siddique
জুন ৩০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার আরেকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে বিভিন্ন দলের হয়ে খেলার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি। তবে এ সিদ্ধান্তের পেছনে রয়েছে এক বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। সেজন্যই অন্য ক্লাবে না গিয়ে, আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।

নিজের ক্লাব আল নাসরের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো জানান, শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকার জন্য তিনি কিছু সময় বিশ্রাম নিতে চান। তার ভাষায়,’আমি ক্লাব বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে এখন সেটার সময় নয়। কারণ এই মৌসুমটা দীর্ঘ হবে এবং এর শেষেই রয়েছে বিশ্বকাপ। আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই আরও একবার, তাই প্রস্তুতি ও বিশ্রামই এখন আমার অগ্রাধিকার।’

চলতি মৌসুমে ক্লাব আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর রোনালদো সিদ্ধান্ত নিয়েছেন, ক্লাব বিশ্বকাপের চাপ থেকে নিজেকে বিরত রেখে পুরোপুরি মনোনিবেশ করবেন জাতীয় দলের প্রস্তুতিতে। বয়স ৪০ পার করেও রোনালদো যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন, তা ক্রীড়াজগতে এক ব্যতিক্রম উদাহরণ।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং প্রতিটিতেই গোল করার বিরল কীর্তি গড়েছেন। পুরুষ ফুটবলে এমন রেকর্ড আর কারও নেই।

জাতীয় দলের স্বপ্নপূরণের পাশাপাশি ক্লাব ক্যারিয়ারও নিরাপদ করেছেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত এই ক্লাবেই খেলবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।