রমজান মাসে যারা শরিয়তসম্মত কারণে রোজা রাখতে অক্ষম, তাদের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। যেমন অতিশয় বৃদ্ধ বা এমন অসুস্থ ব্যক্তি, যার আরোগ্য লাভের আশা নেই, তারা রোজা না রেখে প্রতিদিনের রোজার পরিবর্তে ফিদিয়া প্রদান করবেন।
পবিত্র কোরআনে এই বিধান উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, “যাদের জন্য রোজা পালন কষ্টকর, তারা একজন দরিদ্রকে খাবার প্রদান করবে।” (সুরা বাকারা: ১৮৩-১৮৪)। হাদিসেও এসেছে, অতিশয় বৃদ্ধ বা রোগমুক্তির আশা না থাকা ব্যক্তিরা প্রতিদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দেবেন।
ফিদিয়ার পরিমাণ হলো সাদকায়ে ফিতরের সমান, যা প্রায় ১.৫ কিলোগ্রাম খাবারের পরিমাণ। যে কেউ চাইলে নগদ টাকাও প্রদান করতে পারবেন। যদি ফিদিয়া দেয়ার সামর্থ্য না থাকে, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পরবর্তীতে সামর্থ্য হলে তা আদায় করতে হবে।
ফিদিয়া সাধারণত গরিব বা মিসকিনদের, যারা জাকাতের হকদার, তাদের প্রদান করা হয়।