ঢাকাশনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন নতুন ‘সুপারম্যান’

Md Abu Bakar Siddique
জুলাই ১১, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো সিনেমার ‘সুপারম্যান’ চরিত্রে এবার দেখা যাবে নতুন অভিনেতা ডেভিড কোরেনসওয়েট। ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১১ জুলাই)। তবে সিনেমা মুক্তির আগেই সুপারহিরো সাজার সুযোগ পাওয়ার নিজের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড জানালেন, আমি কোনওদিন সুপারম্যান হতে চাইনি। কারণ আমার পক্ষে এটা কখনওই সম্ভব হবে বলে মনে করতাম না। তিনি বলেন, একদিন বাড়ির সিঁড়িতে উঠে বাল্ব বদলাচ্ছিলেন ঠিক সেই সময়ই ফোন আসে আমার এজেন্টের। সে জানালো- ‘ডেভিড, তুমি নিশ্চয়ই জানো কী নিয়ে ফোন করছি’। আমি বললাম, ‘না, জানি না তো। কী ব্যাপার? কোনও ছবির জন্য? টপ গান-৩  নাকি?’ জবাবে শুনলাম,  না! সুপারম্যান ছবির অডিশন আছে ,তাই নিজের টেপ পাঠাও আর ব্যাপারটা সিরিয়াস। কোনও গড়বড় করবে না কিন্তু।

ডেভিড আরও জানান, সুপারম্যানের বিখ্যাত লুইস লেনের সাক্ষাৎকারের দৃশ্যটিই ছিল তার অডিশনের দৃশ্য। পরবর্তী স্ক্রিন টেস্টে তাকে সুপারম্যানের স্যুট পরেই অভিনয় করতে হয়। যেভাবে ক্রিস্টোফারের রিভের সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন হেনরি কেভিল ঠিক সেভাবেই আমিও হেনরির পরা সেই সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলাম। তবে মানতেই হবে সেই মুহূর্তটা ছিল আইকনিক।।

অভিনেতা আরও জানান, তিনি আগের সব সুপারম্যান সিনেমা দেখেছেন। ক্রিস্টোফার রিভ, ব্র্যান্ডন রাউথ থেকে হেনরি কেভিল পর্যন্ত। আর যখন শেষমেশ তাকেই এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয় তা জানাতে পরিচালক জেমস গান নিজেই ফোন করেছিলেন।

নতুন এই ‘সুপারম্যান’ অভিনেতার কথায়। উনি একটা অচেনা নম্বর থেকে আমাকে ফোন করছিলেন। আমি তো প্রথমে বলেই ফেলেছিলাম- নিজেকে প্রমাণ করো তুমি সত্যিই জেমস গান! এরপর তিনি বললেন, ‘তুমি সুপারম্যান চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছ… এখন ভাল একজন ট্রেনার নিও, শক্তপোক্ত চেহারা বানাও। বিশেষ করে কাঁধের মাংসপেশি তৈরি কর।’ শুনে তো বেশ মজা লেগেছিল আমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।