ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি চায় ডিবিএ

Sohel H
মার্চ ১৯, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ)। এ বিষয়ে মঙ্গলবার (১৮ মার্চ) ডিবিএ’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে একটি চিঠি দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

শেয়ারবাজারের সংকট ও অনিয়মের অভিযোগ
চিঠিতে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে দেশের পুঁজিবাজারে চরম অনিয়ম, অপশাসন ও অস্থিরতা চলছে। এতে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার কারসাজির ঘটনা, ২০২০ সালের করোনা সংকট, দীর্ঘদিন ফ্লোর প্রাইস বজায় রাখার মতো নীতিগত ভুলের কারণে বাজার সংকুচিত হয়েছে প্রায় ৪০ শতাংশ।

ডিবিএ দাবি করেছে, পুঁজিবাজারে মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো মানহীন আইপিও তালিকাভুক্তি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট।

সমাধান হিসেবে সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির প্রস্তাব
ডিবিএ মনে করে, বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং শিল্পায়নে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করতে সরকারি ও লাভজনক বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা জরুরি। এ ছাড়া, সরকারের অংশীদারিত্বে থাকা শেয়ারও বাজারে অফলোড করার সুপারিশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, “আপনার নেতৃত্বে আমরা এই সংকট থেকে দ্রুত বেরিয়ে আসতে চাই।” সংগঠনটি মনে করে, সঠিক উদ্যোগ নেওয়া না হলে বাজারের স্থিতিশীলতা ফেরানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ হারাতে হবে।

4o

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।