ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

সানডে সাসপেন্সে মিথিলা

Sohel H
মার্চ ১, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খেলাধুলা ডেস্ক
ভারতের রেডিও মিরচি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। ২০০৯ সাল থেকে শ্রোতাদের মনে দাগ কেটে চলেছে অনুষ্ঠানটি। এবার এ প্ল্যাটফর্মে কণ্ঠাভিনয় করলেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। শমীতা দাশগুপ্তর লেখা ‘মৌমাছির শোক’ নাটকে কণ্ঠাভিনয় করেছেন তিনি। নাটকটি প্রচার হবে আজ রোববার দিবাগত রাত ১টায়।
টেলিভিশন, ওটিটি, সিনেমায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম রেডিও নাটকে অভিনয় করলেন মিথিলা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর আগে রেডিওতে হোস্ট হিসেবে কাজ করলেও নাটকে এবারই প্রথম। সিনেমার ডাবিং করতে গেলে গলার স্বর আর অভিব্যক্তি দিয়ে পুরো অভিনয়টা করতে হয়। রেডিও নাটকে কাজ করার সময় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। নতুন এক অভিজ্ঞতা হলো আমার। চ্যালেঞ্জ থাকলেও কাজটি উপভোগ করেছি। ভবিষ্যতে এ রকম কাজ আরও করতে চাই।’
নাটকটির সঙ্গে কীভাবে যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘বছরের অনেকটা সময় কলকাতায় থাকা হয়। সেখানে কাজও করছি। সে সূত্রেই গত বছর রেডিও মিরচি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। গল্পটি পড়ে আমার ভালো লাগে। সব ফাইনাল হওয়ার পর এ বছরের শুরুতে রেকর্ড করেছি।’
মৌমাছির শোক নাটকে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা তিনজন নারীকে ঘিরে। আমি অভিবাসী এক নারীর চরিত্রে কাজ করেছি, তার নাম রোকসানা।’
কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘মায়া’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমা দুটি। দেশে আছে ‘কাজল রেখা’, ‘জলে জ্বলে তারা’ ও ওটিটির ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর কাজ। শিশুতোষ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডি করছি। সে কারণেই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।