ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি এম এ ওয়াহেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেকসহ চারজনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন, দুদকের চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে। আবেদনকারীরা হলেন, এম এ ওয়াহেদ, রাহাত মালেক, সাবেক উপ সচিব মো. দিদারুল আলম চৌধুরী এবং মোতাহের হোসেন চৌধুরী।
আদালতের সিদ্ধান্তে জানা গেছে, এই চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে অবৈধ সম্পদ পাচার করেছে, যার তদন্ত চলছে। তদন্তের সুষ্ঠু সমাপ্তির জন্য তাদের বিদেশ যাওয়া রোধ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।