ঢাকারবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

সিকিমে প্রবেশে পর্যটকদের দিতে হবে ফি

Sohel H
মার্চ ১৭, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঙালি তো বটেই, দেশ-বিদেশের নাগরিকদের কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম অন্যতম পছন্দের জায়গা। সারা বছর এই রাজ্যে পর্যটকদের ভিড় দেখা যায়। কিন্তু সেখানকার সরকারের নয়া নিয়মে অধিকাংশ পর্যটকই অখুশি। কারণ, এবার থেকে সিকিমে ঢুকতে গেলেই পর্যটকদের দিতে হবে ‘প্রবেশ ফি’!

পর্যটকদের সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে দিতে হবে ৫০ টাকা! রাজ্যের পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের স্বার্থে এই অতিরিক্ত অর্থ নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস রবিবার (১৬ মার্চ) তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে রাজ্যটিতে প্রবেশের জন্য পর্যটকদের মাথাপিছু ৫০ রুপি করে এন্ট্রি ফি দিতে হবে। মূলত পরিবেশ রক্ষা করতেই এই ফি নেওয়া হবে। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হবে।

মূলত হোটেল কর্তৃপক্ষ সেই অর্থ রাজ্যের পর্যটন দফতরে জমা করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের দেওয়া সেই অর্থ সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে ব্যবহার করা হবে।

নিয়ম অনুযায়ী, সব পর্যটকদেরই এই ফি দিতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কোনও এন্ট্রি ফি লাগবে না। এছাড়া যারা সরকারি কাজে যাবেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হবে না।

একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত রাজ্যটিতে অবস্থান করা যাবে। তবে যদি কোনও পর্যটক এক মাসে দু’বার যান, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে তাকে আবারও এন্ট্রি ফি দিতে হবে।

সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৫০ রুপি সিকিম রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন, জনগণকে দেওয়া পরিষেবা উন্নত করার খাতেই ব্যয় করা হবে। মূলত যে হারে পর্যটকের সংখ্যা বাড়ছে, তাতে পরিবেশ রক্ষা করা খুবই জরুরি।

স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট না করেই যাতে পর্যটকদের আতিথেয়তা দেওয়া যায়, তার জন্য এই এন্ট্রি ফি নেওয়া হবে। চলতি মার্চ মাস থেকেই এই ফি চালু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।