পবিত্র ঈদুল ফিতর ঘিরে দেশজুড়ে বাণিজ্যের বড়সড় চিত্র ফুটে উঠেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এবারের ঈদে প্রায় ২ লাখ কোটি টাকার বাণিজ্য হতে পারে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী, সারা দেশের ২৫ লাখ দোকানে ঈদ ও রমজানকেন্দ্রিক কেনাকাটা জমে উঠেছে।
রমজান মাসজুড়ে অতিরিক্ত ভোগব্যয় ও ঈদ উৎসবকে কেন্দ্র করে পোশাক, গহনা, কসমেটিকস, খাবারসহ বিভিন্ন পণ্য কেনাবেচা বেড়েছে। নিউমার্কেট ও মিরপুরের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
এদিকে, ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও বড় উত্থান হয়েছে। প্রথম ১৫ দিনে ২০,২৫২ কোটি টাকার রেমিট্যান্স এসেছে, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙা করছে। রেমিট্যান্স ও শহরের মানুষের গ্রামমুখী হওয়ার ফলে গ্রামীণ বাজারে নগদ অর্থের প্রবাহ বেড়েছে।
তবে, মূল্যস্ফীতির কারণে এবার বিক্রির হার কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগের বছরের তুলনায় ২০-২৫% পর্যন্ত পণ্যের দাম বেড়েছে, যা ক্রয়ক্ষমতায় প্রভাব ফেলছে। তবুও, ঈদ ঘিরে অর্থনীতির চাকা ঘুরছে এবং বাজারে তারল্য প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।