ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Sohel H
মার্চ ২২, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ফসলের সার, বীজ ও পাটের বীজ বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২ হাজার ১শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ফসলের সার, বীজ ও পাটের বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে আউশ ফসলের সার, বীজ বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠুসহ অনেকেই।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উদ্বোধনের দিনেই উপজেলার ৭০০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে ধানের বীজ দেওয়া হয়। এছাড়া ২০ জন কৃষককে পাটের বীজ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী কিছুদিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত সকল কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।