ঢাকামঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

সবুজের ঢেউ তোলা বরইচাড়া গ্রাম

Sohel H
মার্চ ১২, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসা থানার বরইচাড়া গ্রাম যেন এক অনন্ত সবুজের সমুদ্র। শীতল বাতাসের দোলায় গম ক্ষেতের শীষ দুলছে, আর তার মাঝে খেলা করছে সূর্যের সোনালি আলো। দিগন্তজোড়া এই মাঠ প্রকৃতির আঁকা এক অপরূপ চিত্রকর্ম, যেখানে নিস্তব্ধতার মাঝে মিশে আছে প্রকৃতির নিজস্ব সুর।সকালের প্রথম আলো গমের পাতায় ঝলমলিয়ে ওঠে, শিশির ভেজা মাঠে সৃষ্টি হয় এক স্বর্গীয় অনুভূতি। দিনের বেলায় রোদের তেজও এখানে নরম হয়ে আসে, বিকেলে হালকা ঠান্ডা হাওয়া গায়ে মাখিয়ে দেয় এক অনন্য প্রশান্তি। মাঠজুড়ে বাতাসে মিশে থাকা গমের মৃদু গন্ধ যেন প্রকৃতির এক সুগন্ধি হয়ে ওঠে।এখানকার কৃষকেরা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে এই ফসল ফলান। গম পাকার সময় পুরো গ্রাম যেন উৎসবে মেতে ওঠে। শুধু শস্য নয়, এই ক্ষেত জড়িয়ে আছে গ্রামের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে। সন্ধ্যায় নক্ষত্রখচিত আকাশের নিচে যখন ঝিঁঝি পোকার ডাক শোনা যায়, তখন বরইচাড়ার গম ক্ষেত প্রকৃতির কোলে এক নিখুঁত অবসরস্থল হয়ে ওঠে।নগরজীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চাইলে বরইচাড়ার সবুজ রাজ্যে একবার আসতেই হবে। বাতাসের মৃদু শীতল স্পর্শ আর সবুজের স্নিগ্ধতা আপনাকে এক অন্যরকম প্রশান্তির জগতে নিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।