ঢাকারবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ইউজিসিতে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি, কর্মকর্তার কক্ষে যাওয়া ‘মানা’

Sohel H
মার্চ ১৭, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে সাংবাদিকদের প্রবেশে হঠাৎ ‘অলিখিত’ কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে, সাংবাদিকদের ভবনে প্রবেশের আগে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের আগাম অনুমতি নিতে হবে। এছাড়া অনুমতি মিললেও সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষে গিয়ে কথা বলা যাবে না; পরিবর্তে একটি নির্ধারিত খোলা জায়গায় বসে আলোচনা করতে হবে।এ বিষয়ে ইউজিসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশ্রাফুজ্জামান জানান, এই সিদ্ধান্ত ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সচিব ড. মো. ফখরুল ইসলামের মৌখিক আদেশে নেওয়া হয়েছে। তবে সচিব ফখরুল ইসলাম এই আদেশের কথা অস্বীকার করেছেন।
 
কিছু ইউজিসি কর্মকর্তার মতে, সম্প্রতি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পর, সাংবাদিকদের তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলছেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা।এদিকে, ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান বিষয়টি নিয়ে বলেন, “এ ধরনের নিয়ন্ত্রণের পেছনে কাজের পরিবেশ এবং কর্মকর্তাদের কক্ষে অযাচিত দীর্ঘ সময়ের উপস্থিতি নষ্ট হওয়ার সমস্যা রয়েছে।” তবে, তিনি জানান যে, অফিস আদেশ এখনও হয়নি এবং কয়েকদিনের মধ্যে তা হতে পারে।সচিব ফখরুল ইসলাম জানান, “এ ধরনের কোন আদেশ জারি হয়নি, তবে অফিসে অনেক সময় কর্মকর্তাদের কক্ষে অতিরিক্ত সময় থাকা নিয়ে আলোচনা হয়েছে।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সবসময় ইউজিসির অতিথি এবং তাদের জন্য সবসময় দরজা খোলা।”এ সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিকরা ইউজিসি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছেন এবং সাংবাদিকদের প্রবেশাধিকার রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।