দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নতুন কোনো সিনেমা বা সিরিজে তেমন কাজ করছেন না। তবে আসন্ন ঈদের জন্য একটি বিশেষ কাজ করেছেন তিনি। ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘চ্যাপ্টার টু’-তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার সঙ্গে থাকছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
অনিমেষ আইচ পরিচালিত নাটকটি ‘মিশন মুন্সিগঞ্জ’ গল্প থেকে নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন প্রমুখ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ছোটকাকু। খুন হওয়া ব্যক্তিরা একসময় মুন্সিগঞ্জে ছিলেন, যা রহস্য আরও ঘনীভূত করে। রহস্যের জট খুলতেই ছোটকাকুর ‘মিশন মুন্সিগঞ্জ’।
ঈদ আনন্দে ভিন্ন স্বাদের গোয়েন্দা রহস্য উপভোগ করতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়!