ঈদকে সামনে রেখে জনপ্রিয় ব্র্যান্ডশপ থেকে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুক লাইভের মাধ্যমে শপিং করার সুযোগ চালু করেছে বিকাশ।
রোববার (১৬ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেইজ থেকে লাইভ চলাকালীন গ্রাহকরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাইয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ড থেকে কেনাকাটা করতে পারবেন এবং মার্চেন্টভেদে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পাবেন।
লাইভ চলাকালীন গ্রাহকরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়ে পণ্য অর্ডার করতে পারবেন। আউটলেট থেকে কেনার ক্ষেত্রেও বিকাশ পেমেন্ট করার সময় ‘R1’ কুপন যোগ করলে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এই ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জনপ্রিয় হোস্টরা ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশন তুলে ধরছেন। গ্রাহকরা লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপ, পেইজ বা প্রোফাইলে শেয়ার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ীদের নাম লাইভ চলাকালীন ঘোষণা করা হবে।
এছাড়া, নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহকরা লাইভ শেয়ার করার স্ক্রিনশট দে