ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবারটি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র এখন আর সেই মূল্যবোধ ধারণ করে না, যেগুলোর ভিত্তিতে ফ্রান্স ১৮৮৬ সালে মূর্তিটি উপহার দিয়েছিল।
গ্লাকসম্যান রবিবার ফ্রান্সের সেন্টার-লেফট রাজনৈতিক দল প্লেস পাবলিকের সম্মেলনে বলেন, “আমেরিকানরা এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়ে স্বাধীন গবেষকদের বরখাস্ত করছে, তাই আমাদের স্ট্যাচু অব লিবারটি ফিরিয়ে দিন।”
১৮৮৬ সালে ফ্রান্স মার্কিন স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে নিউইয়র্কে স্ট্যাচু অব লিবারটি উপহার হিসেবে পাঠায়, যা ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি নির্মাণ করেন।
গ্লাকসম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির কঠোর সমালোচনা করেন, বিশেষ করে ইউক্রেন নীতি ও গবেষণায় বরাদ্দ কাটছাঁটের বিরুদ্ধে।
এ বিষয়ে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।