বিদেশে স্নাতক অধ্যয়নের জন্য ভাষা শিক্ষা কোর্সের ফি বাবদ অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ভাষা শিক্ষা কোর্সের ফি বাবদ রেমিট্যান্স পাঠানো যাবে। তবে, এই অর্থ প্রেরণের ক্ষেত্রে গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮ এর অন্যান্য প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে।
এটি বিশেষত তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা জাপানসহ বিভিন্ন দেশে ভাষা শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বিদেশে পাঠাতে চান। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।