ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করার আদেশ দিয়েছেন।মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের উপ-পরিচালক আফরোজা হক খান এই আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নাঈমুল ইসলাম খান ঘুষ বা অবৈধ উপায়ে আয় করা অর্থের উৎস গোপন করতে নিজের, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যুলিকা নাঈম খানের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা রেখেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালিয়ে জানতে পারে, নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যরা এসব ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র সরানোর চেষ্টা করছেন। ফলে তদন্তের স্বার্থে এই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা জরুরি হয়ে পড়ে।এর আগে গত ৯ ফেব্রুয়ারি আদালত নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দেন।