ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কর্পোরেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্যাম্পাস-ক্যারিয়ার
  9. খেলাধুলা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

Sohel H
মার্চ ১৮, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করার আদেশ দিয়েছেন।মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের উপ-পরিচালক আফরোজা হক খান এই আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নাঈমুল ইসলাম খান ঘুষ বা অবৈধ উপায়ে আয় করা অর্থের উৎস গোপন করতে নিজের, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যুলিকা নাঈম খানের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা রেখেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালিয়ে জানতে পারে, নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যরা এসব ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র সরানোর চেষ্টা করছেন। ফলে তদন্তের স্বার্থে এই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা জরুরি হয়ে পড়ে।এর আগে গত ৯ ফেব্রুয়ারি আদালত নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।