মঙ্গলবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ঈদুল ফিতরের ছুটির সময়ে হাসপাতালে জরুরি সেবা পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১৬টি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনায় জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক পদায়ন, হাসপাতালগুলোর সার্বক্ষণিক চালু রাখা, ওষুধের মজুদ নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা বলা হয়েছে।এছাড়া, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিত করতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে।অধিদপ্তরের এই নির্দেশনা ঈদকালে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।