বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন ডা. আব্দুল আলীম। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।২০১০ সালে চূড়ান্ত অনুমোদন পেলেও, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার নিয়োগ আটকে রাখা হয়েছিল। বর্তমান প্রশাসনের উদ্যোগে দীর্ঘ ১৫ বছরের যন্ত্রণা শেষে তিনি নতুন পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবেদনবিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।