ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন, ক্ষোভ প্রকাশ করে জানিয়ে বলেছেন, তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন থেকে চিহ্নিত হামলাকারীদের নাম বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ১২৮ জনের নাম উল্লেখ করে তাদের বহিষ্কার করেছে, তবে ওই তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতসহ অনেক শীর্ষ সন্ত্রাসীর নাম নেই।
তারা বলেন, এই রিপোর্টের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তদন্ত কমিটি যথাযথভাবে কাজ করেনি এবং সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরছে। শিক্ষার্থীরা দাবি করেন, উগ্র সন্ত্রাসীদের অবিলম্বে বিচার করা উচিত এবং আরও একটি তদন্ত কমিটি গঠন করা উচিত।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এই তালিকা একটি সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন, বহিষ্কারের তালিকা নয়। তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।