মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবগুলো গৃহীত হয়।
এর মধ্যে ভারতের মেসার্স পাত্তাভি অ্যাগ্রো ফুডস লি. থেকে ৫০ হাজার মেট্রিক টন ননবাসমতি চাল আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৪২৯.৫৫ মার্কিন ডলার, যা মোট ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয়ে ক্রয় করা হবে।
এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যার মোট ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা।
কমিটি আরও দুটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে।