হাইকোর্ট থেকে খালাস পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ তার বিরুদ্ধে ১৭ বছরের দণ্ডের রায় বাতিল করে খালাসের নির্দেশ দেন।
২০০৭ সালের ২৮ মে গুলশানে তার বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, যার ফলে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে একই বছরের ৩০ অক্টোবর বিশেষ ট্রাইব্যুনাল তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়। তবে, তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেছিলেন।
কারাবন্দি অবস্থায় বিভিন্ন মামলায় দণ্ডিত হলেও, চলতি বছরের ১৬ জানুয়ারি বাবর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। অস্ত্র মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল, যা বুধবার খালাসের মাধ্যমে শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।