ঢাকা: হাইকোর্ট বুধবার (১৯ মার্চ) রুল যথাযথ ঘোষণা করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর নিবন্ধন বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে। বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করেছিল। ইসি জানিয়েছিল যে, দলটি নিবন্ধনের শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছে। এরপর, দলটি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিল।হাইকোর্টের রায়ে দলটির নিবন্ধন ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। জাগপার পক্ষে শুনানি করেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।জাগপা ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধনে তালিকাভুক্ত হয়েছিল এবং ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ পেয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।